Site icon Jamuna Television

‘গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সাথে স্বজনরা দেখা করতে পারেননি’

ফাইল ছবি

কারাগারে গুরুতর অসুস্থ থাকায় খালেদা জিয়ার সাথে দেখা করতে পারেননি তার আত্মীয় স্বজনরা বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সন্ধ্যায় পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিজভী জানান, স্বজনরা দেড় ঘন্টা অপেক্ষা করেন সেখানে। কিন্তু হাটু এবং পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তিনি সাক্ষাৎ করতে পারেননি।

রিজভী আরও বলেন, খালেদা জিয়া চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে সরকার। আর সরকারের অশুভ পরিকল্পনায় সহযোগ হিসেবে কাজ করছে কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়াকে নিশর্ত মুক্তি দিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে আবাও আহ্বান জানায় বিএনপি।

Exit mobile version