Site icon Jamuna Television

দেশে বাণিজ্য সম্প্রসারণের বড় ‘ক্যান্সার’ দুর্নীতি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

যেকোনো বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে বড় ‘ক্যান্সার’ হলো দুর্নীতি। অর্থনীতির গতি বাড়ায় অনিয়মের নতুন সুযোগও তৈরি হয়েছে। তবে প্রচলিত আইনে এর সমাধানের চেষ্টা করছে সরকার। বুধবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ-জাপান সম্পর্ক নিয়ে সিপিডির সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় মন্ত্রী বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কাজের ধীরগতি আছে। চাপ সামাল দিতে হচ্ছে বিচার বিভাগকেও। তাই দ্বি-পাক্ষিক বাণিজ্যে কাঙ্ক্ষিত গতি আসছে না। তবে অনেকে ক্যান্সার নিয়েও বাঁচে। সেভাবে আমরাও এর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, জাপানে বাণিজ্যের সব সুযোগ কাজে লাগাচ্ছে না বাংলাদেশ। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগ টানা সম্ভব। তবে তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে অবকাঠামো আর দাপ্তরিক জটিলতা। এ সময় জাপানে নার্স, সেবিকা ও কৃষি কর্মী নেয়ার আগ্রহ জানান দেশটির উদ্যোক্তারা। তাদের মতে, সে জন্য প্রশিক্ষণ নিতে হবে জাপানের প্রচলিত শিক্ষা কাঠামোর আদলে।

এসজেড/

Exit mobile version