Site icon Jamuna Television

৭.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান, সুনামি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

৭.৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের ফুকুশিমা দ্বীপসংলগ্ন মিয়াগি অঞ্চল। খবর জাপান টাইমসের।

বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্পনটি অনুভুত হয়। ফুকুশিমা ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের ইতোমধ্যেই নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে জাপানের আবহাওয়া অধিদফতর।

জাপানের মেটেরলজিকাল এজেন্সি জানিয়েছে, সকাল সাড়ে ১১টায় অনুভূত ভূমিকম্পের কারণে ১মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে ফুকুশিমা উপকূলে। এজন্য, সমূদ্র উপকূল থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, রাজধানী টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। টোকিও পাওয়ার হোল্ডিংস লিমিটেড জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইতোমধ্যেই প্রায় দুইলক্ষ বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রী ও ফুকুশিমা মিউনিসিপ্যালিটিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ধারণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন।

/এসএইচ

Exit mobile version