Site icon Jamuna Television

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা ভারতে

ছবি: সংগৃহীত।

ভারত মহাসাগর ও পাশের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। ধীরে ধীরে তা শক্তি সঞ্চয় করে আগামী সপ্তাহের সোমবারই (২১ মার্চ) তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় ভারত মহাসাগর ও পাশের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকালে ওই নিম্নচাপ সরতে সরতে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে চলে আসে। আবহাওয়া অফিসের ধারণা, ধীরে ধীরে ওই নিম্নচাপ এবার পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করবে এবং আগামী শনিবার (১৯ মার্চ) সকালে তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পাশের দক্ষিণ আন্দামান সাগরের কাছে পৌঁছে যাবে। এরপর ওই নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিমে বাঁক নিয়ে রোববার নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশ ঘেঁষে এগিয়ে যাবে।

এসজেড/

Exit mobile version