Site icon Jamuna Television

চতুর্থ সপ্তাহে রুশ-ইউক্রেন যুদ্ধ

ছবি: সংগৃহীত।

চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে ইউক্রেনে চলমান রুশ হামলা। বৃহস্পতিবার (১৭ মার্চ) এ যুদ্ধ গড়িয়েছে ২২ দিনে। বুধবারও (১৬ মার্চ) রাতভর গোলাবর্ষণ চলে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে।

ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে বেসামরিকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি থিয়েটারে হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরটির মেয়র বলছেন, ১ হাজার থেকে ১২শ’ মানুষ রয়েছে ভবনটির ভেতরে। যাদের মধ্যে অনেক শিশুও আছে। তবে সেখানে হতাহতের খবর জানা যায়নি।

উত্তরাঞ্চলীয় শহর চেরনিভে একটি বহুতল ভবনে হামলায় নিহত কমপক্ষে ১৩ জন। খারকিভে একটি মার্কেটে হামলায় মৃত্যু হয় ৩ জনের। আহত আরও ৫ জন। আগুন ধরে যায় মার্কেটটিতে। এছাড়া ২টি স্কুল ও একটি কারখানাও বিধ্বস্ত হয় বলে জানায় নগর প্রশাসন। খাবারসহ বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী রাখা ছিল কারখানাটিতে। সামি শহরেও চলে টানা বোমাবর্ষণ। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে শহরগুলোর ক্ষয়ক্ষতির চিত্র।

/এমএন

Exit mobile version