Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস লিগে ম্যাচের শেষ ১৩ মিনিটে স্বপ্নভঙ্গ য়্যুভেন্টাসের

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে য়্যুভেন্টাস। প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল।

আগের লেগটা ড্র করায় জয় ছাড়া উপায় ছিল না কোনো দলেরই। তবে য়্যুভেন্টাসের জন্য স্বস্তি ছিল, নিজেদের দর্শকদের সামনে খেলার বিষয়টা। সেটা কাজেও দিচ্ছিল বেশ। শুরু থেকে বেশ চাপে রেখেছিল ভিয়ারিয়ালকে। অন্তত ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত তো বটেই। এ সময়ে ১৪টি শটের পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে সফরকারী ভিয়ারিয়ালের একটি শটও ছিল না লক্ষ্যে। বলা চলে, ততক্ষণ পর্যন্ত ম্যাচ চলছিল একমুখী।

তবে দৃশ্যপট বদলে যায় ৭৮ মিনিটের এক পেনাল্টিতে। নিজেদের বক্সে ফাউল করে ভিয়ারিয়ালকে পেনাল্টি দিয়ে বসে য়্যুভেন্টাস। জেরার্ড মরেনোর শটটা প্রায় রুখেই দিয়েছিলেন গোলরক্ষক ভয়চেখ সজ্যাসনি, তবে সেটা তার হাতে লেগে জড়ায় জালে। ১-০ গোলে পিছিয়ে পড়ে তুরিনের বুড়িরা।

পিছিয়ে পড়ার পর গোলের জন্য সর্বাত্মক আক্রমণে ওঠে য়্যুভেন্টাস। তাতে প্রতি আক্রমণও হজম করতে হয়েছে বেশ। আর তা থামে ৮৫ মিনিটে পাও তরেসের গোলে ২-০ গোলে পিছিয়ে পড়লে। আর তখনই বিদায়ঘণ্টা বেজে যায় য়্যুভেন্টাসের।

তুরিনের দলটির কফিনে শেষ পেরেকটা ঠোকেন দানজুমা। শেষ মুহূর্তে ডি বক্সে হ্যান্ডবলের দোষে পেনাল্টি দিয়ে বসে য়্যুভেন্টাস। স্পট কিক থেকে দানজুমার গোলে ৩-০ গোলের হার আর বিদায় নিশ্চিত হয় দলটির। এর ফলে শেষ তিন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলো য়্যুভেন্টাস।

/এমএন

Exit mobile version