Site icon Jamuna Television

‘সিরিয়া, আফগানিস্তানের তুলনায় ইউক্রেনে বেশি ক্ষতির শিকার রাশিয়া’

ছবি: সংগৃহীত

সিরিয়া, চেচনিয়া বা আফগানিস্তানের তুলনায় ইউক্রেনে বেশি ক্ষয়ক্ষতির শিকার রুশ সেনারা। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির। বৃহস্পতিবার (১৭ মার্চ) কিয়েভ থেকে ফেসবুকে পোস্ট করা ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।

ভোলদেমির জেলেনস্কি বলেন, সিরিয়া, চেচনিয়া কিংবা সোভিয়েত আমলে আফগানিস্তানেও এত ক্ষয়ক্ষতি হয়নি রুশ বাহিনীর। ইউক্রেনে হামলা চালিয়ে গেলে রাশিয়ার মায়েরা আরও বেশি সন্তান হারাবে, যা ছাড়িয়ে যাবে আফগান ও চেচেন যুদ্ধে সম্মিলিতভাবে নিহতের সংখ্যা।

রুশ-ইউক্রেন যুদ্ধের এখন যেন দুই রূপ। একদিকে চলছে মুহুর্মুহু হামলা-পাল্টা হামলা। অন্যদিকে, সংঘাত বন্ধে কূটনীতির টেবিলে চলছে দৌঁড়ঝাপ। সংঘাত শুরুর পর থেকেই মধ্যস্থতার উদ্যোগ নেয় বিভিন্ন পক্ষ। অভিযান শুরুর তিন সপ্তাহ পর অবশেষে ইউক্রেন-রাশিয়া সমঝোতার আভাস মিলেছে। সংঘাত বন্ধে মস্কো-কিয়েভ দুই তরফ থেকেই ইতিবাচক বার্তা এসেছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সাথে সমঝোতার জন্য আমাদের প্রত্যেক কর্মকর্তা-প্রতিনিধি দিনরাত কাজ করছেন। কারণ, চুক্তির মাধ্যমেই ইতি ঘটে যেকোনো যুদ্ধের। আশার কথা হলো রাশিয়ার সাথে সমঝোতার বিষয়টি আশার আলো দেখতে শুরু করেছে। তবে আমরাও নিরাপত্তার গ্যারান্টি চাই।

আরও পড়ুন: পশ্চিমারা রাশিয়াকে টুকরো টুকরো করতে পারবে না: পুতিন

এম ই/

Exit mobile version