Site icon Jamuna Television

পুতিনকে যুদ্ধাপরাধী বলায় বাইডেনের ওপর ক্ষেপেছে মস্কো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলায় ক্ষেপেছে মস্কো। বাইডেনের এমন মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য’ বলে মনে করছে পুতিন প্রশাসন। এর আগে, গতকাল বুধবার (১৬ মার্চ) হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিনকে সরাসরি ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেন জো বাইডেন।

এদিন আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাইডেন। তখনই একজন প্রশ্ন করেন সবকিছু দেখে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলতে চান কিনা। শুরুতে জবাবে ‘না’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ‘কেন নয়’ জিজ্ঞাসার পর আবারও প্রশ্নটির উত্তর জানতে চান তিনি। তখনই পুতিনকে প্রথমবারের মতো ‘যুদ্ধাপরাধী’ বলেন বাইডেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তার এমন মন্তব্যের পরপরই মস্কো থেকে তীব্র প্রতিবাদ আসে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমরা মনে করি একজন রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। তাদের বোমায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন।

/এমএন

Exit mobile version