Site icon Jamuna Television

‘যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে, পাখির কলকাকলি থাকবে, ততদিন অমর হয়ে রবে বঙ্গবন্ধু’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন পাখির কলকাকলি থাকবে ততদিন অমর হয়ে রবে বঙ্গবন্ধু। বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

দিনের শুরুতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলটির নেতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিদের গন্তব্য ধানমন্ডির ৩২ নম্বর। স্লোগানে-স্লোগানে সবাই শ্রদ্ধার অর্ঘ্য সমর্পণ করছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

/এমএন

Exit mobile version