Site icon Jamuna Television

ইউক্রেনীয়দের আত্মসমর্পণ করতে বলা ‘নকল’ জেলেনস্কির ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বলা ‘নকল’ জেলেনস্কির ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ফোর্বসে প্রকাশিত এক খবরের বলা হয়, গত বুধবার (১৬ মার্চ) ইউক্রেন টুয়েন্টি ফোর টিভি চ্যানেলে প্রচারিত খবরে দেখা যায়, দেশবাসীকে আত্মসমর্পণ করতে বলছেন জেলেনস্কি।

প্রচারিত ভিডিওতে দেখা যায়, ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কির মতো দেখতে একজন লোক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। শব্দের সাথে মিল রেখে তার ঠোঁটও নড়ছিল। কিন্তু শরীরের সাথে মাথা সামঞ্জস্যপূর্ণ ছিল না। মূলত, জেলেনস্কির মাথা বসিয়ে তৈরি করা হয় এই ভিডিও, যাকে বলা হয় ‘ডিপ ফেইক’।

তবে এই ঘোষণা প্রচারিত হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই পদক্ষেপ নিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি ইউটিউবে এসে ভিডিওটিকে নকল বলে অভিহিত করেন। সেই সাথে ঘোষণা করেন, রাশিয়ার বিরুদ্ধে জয়লাভের আগে ইউক্রেনীয়রা অস্ত্র সমর্পণ করবে না।

বুধবার ইউক্রেন টুয়েন্টি ফোর নামের সংবাদ মাধ্যমটি ফেসবুকে পোস্ট দিয়ে জানায়, রুশ বাহিনী যখন ইউক্রেনীয়দের কাছে হারছে, তখনই হ্যাকাররা ভিডিওটি তাদের চ্যানেল থেকে সম্প্রচার করে অসত্য ঘোষণা প্রচার করেছে।

তবে এই ঘটনায় দায় স্বীকার করেনি রাশিয়া।

আরও পড়ুন: বিশেষ অভিযানে মুক্ত মেলিতপোলের মেয়র

এম ই/

Exit mobile version