Site icon Jamuna Television

কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বললেন বাইডেন, হাসির রোল (ভিডিও)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত।

ভুল করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করে হাসির জন্ম দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর নিউইয়র্ক পোস্টের।

মঙ্গলবার (১৫ মার্চ) ‘ইক্যুয়াল পে ডে’ উপলক্ষে হোয়াইট হাউজে দেয়া এক বক্তৃতায় বাইডেন এমন ভুল করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা। কারণ তার স্বামী ডগ এমহফ করোনা আক্রান্ত। সেই কথা জানাতে গিয়েই ভুল করে বসেন বাইডেন।

বাইডেন তার বক্তব্যে বলেছিলেন, অনুষ্ঠানের আসন বিন্যাসে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। কারণ, ফার্স্ট লেডির স্বামী করোনায় আক্রান্ত।

বাইডেনের এমন বক্তব্যের পরই পুরো রুমে হাসির রোল পড়ে যায়। পরে দর্শকদের মধ্যে থেকে একজন এসে বাইডেনের ভুল ধরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইডেনের স্ত্রী জিল বাইডেনও।

তবে টাউনহলের রিপোর্ট অনুযায়ী, ১৪ মিনিটের এই বক্তৃতায় আরও কয়েকটি ভুল করেছেন বাইডেন। বক্তব্যে এমহফকে ডেকেছেন ‘সেকেন্ড লেডি।’ ভুল করেছেন জাতিসংঘে নিযুক্ত তার প্রতিনিধির নামের উচ্চারণেও।

জেডআই/

Exit mobile version