Site icon Jamuna Television

‘যুদ্ধ বন্ধে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে তুরস্ক এবং পোল্যান্ড’

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসন বা যুদ্ধ বন্ধে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছে তুরস্ক এবং পোল্যান্ড। বুধবার (১৬ মার্চ) এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর দ্য গার্ডিয়ানের।

এরদোগান বলেন, রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে তুরস্কের উদ্যোগে। তুর্কি প্রেসিডেন্ট জানান, চলমান যুদ্ধে প্রতিদিনই বাড়ছে শরণার্থীর সংখ্যা। প্রায় ২০ লাখ মানুষকে আশ্রয় দিয়ে বড় ধরনের ভূমিকা রেখেছে প্রতিবেশী পোল্যান্ড। গড়ে প্রতিদিন প্রায় ১ লাখ করে মানুষ ইউক্রেন ছেড়ে পাড়ি জমাচ্ছে পোল্যান্ডে। পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, বিশাল সংখ্যক মানুষের জন্য তেমন সহায়তাই দিচ্ছে না আন্তর্জাতিক সংস্থাগুলো।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, যুদ্ধবিরতি কার্যকরের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছি। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য রাশিয়া এবং ইউক্রেনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করছেন। প্রায় ২০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে পোল্যান্ডও দারুণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে তেলের বিকল্প উৎস খুঁজতে মধ্যপ্রাচ্যে বরিস জনসন

এম ই/

Exit mobile version