Site icon Jamuna Television

আন্তর্জাতিক আদালতের নির্দেশ প্রত্যাখ্যান করলো ক্রেমলিন

ছবি: সংগৃহীত

অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়াকে দেয়া আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর নির্দেশ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। আদালতের নির্দেশের পরের দিনই এ প্রতিক্রিয়া জানালো মস্কো প্রশাসন। খবর এএফপির।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আইসিজের দেয়া রায় কার্যকরের জন্য রাশিয়া–ইউক্রেন দুই পক্ষকেই একমত হতে হবে, একপাক্ষিকভাবে আমরা কোনো সিদ্ধান্ত কার্যকর করতে পারি না।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরপরই আইসিজেতে মামলা দায়ের করে কিয়েভ। ওই মামলায় গতকাল বুধবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়াকে অভিযান বন্ধের নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত। ভোটের ফলাফল ছিল ১৩-২। অর্থাৎ, আগ্রাসন বন্ধের পক্ষে ভোট পড়েছে ১৩ টি। আর বিপক্ষে ভোট দিয়েছেন রাশিয়া ও চীন।

/এসএইচ

Exit mobile version