Site icon Jamuna Television

সোনারগাঁওয়ে সুতার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিক্স নামের একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মিলের ২টি ইউনিট পুড়ে গেছে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার। ১তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করে যাচ্ছে। ছুটির দিন থাকায় কারখানায় শ্রমিক ছিল কম, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, শান ফেব্রিকসে হঠ্যাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরে মালিক পক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।


/এসএইচ

Exit mobile version