Site icon Jamuna Television

পোল্যান্ডে সৈন্যসহ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিলো যুক্তরাজ্য

বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, পোল্যান্ডে ১০০ সৈন্যসহ মিসাইল সিস্টেম মোতায়েন করবে তার দেশ ন্যাটো মিত্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা ‘স্কাই সেভার’ মোতায়েন করতে যাচ্ছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। সম্প্রতি পোল্যান্ডে সফররত বেন ওয়ালেস সাংবাদিকদের বলেন, পোল্যান্ডের আকাশসীমাকে সম্ভাব্য রুশ আগ্রাসন থেকে সুরক্ষিত রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের ইয়াভোরিভ প্রশিক্ষণ ঘাঁটির কাছে রুশ বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই ঘাঁটিটি পোল্যান্ড সীমান্তের খুব কাছে অবস্থিত, এ এলাকা দিয়ে ইউক্রেন থেকে পোল্যান্ডে আশ্রয় নিচ্ছেন অনেকে।

/এসএইচ

Exit mobile version