Site icon Jamuna Television

ট্রেনের ছাদে ভ্রমণের সময় ঢাবি ছাত্রের মৃত্যু

মাহবুব ইসলাম আদরের ফেসবুক একাউন্ট থেকে নেয়া ছবি

কুষ্টিয়া প্রতিনিধি:

ট্রেনের ছাদে ভ্রমণের সময় কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজে মাহবুব ইসলাম আদর নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মাহবুব বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল মেয়র মো.আব্দুল হান্নান মিঠুর ছেলে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে মাহাবুবের মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) রাতে চিত্রা এক্সপ্রেসে করে বন্ধুদের সঙ্গে কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে যাচ্ছিলেন মাহবুব। রাত ১টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের ওপরে সেলফি তুলতে গিয়ে তিনি পড়ে যান বলে ধারণা পুলিশের। তার মুখে ও দুই হাঁটুতে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা আব্দুল হান্নান মিঠুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বন্ধুদের সঙ্গেই মাহবুব কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল। রাতে মোবাইল ফোনে ওর মায়ের সঙ্গে এমনটিই কথা হয়েছে। তবে ওর মা বন্ধুদের পরিচয় জানতে চাইলে সে এ ব্যাপারে কিছুই বলেনি।

এসজেড/

Exit mobile version