Site icon Jamuna Television

ভারতের বাজারে নতুন ব্র্যান্ড ‘জেলেনস্কি চা’

ছবি: সংগৃহীত।

প্রতিষ্ঠানের প্রচারণার জন্য অনেক সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে কোম্পানিগুলো। তবে এবারে রুশ-ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে ভারতীয় একটি স্টার্ট আপ সংস্থা আসামে নিয়ে এসেছে ‘জেলেনস্কি চা’। এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অসীম সাহস আর বীরত্বকে সম্মান জানাতেই তাদের নতুন চা-ব্র্যান্ডের নাম দেয়া হয়েছে জেলেনস্কি। খবর আনন্দবাজার পত্রিকার।

সংস্থাটির প্রধান রণজিৎ বড়ুয়া জানিয়েছেন, জেলেনস্কি নামের ওই চায়ের লিকার খুবই কড়া। রণজিৎ বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে জেলেনস্কিকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের মানুষের পাশে থেকে গিয়েছেন। সাহস জুগিয়ে যাচ্ছেন সেনা সদস্য এবং সাধারণ মানুষকে। তার সেই সাহস ও বীরত্বকে সম্মান জানানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।

এসজেড/

Exit mobile version