Site icon Jamuna Television

তালেবান শাসিত আফগানিস্তানে আনুষ্ঠানিক উপস্থিতি নিশ্চিত করতে চায় জাতিসংঘ

ছবি: সংগৃহীত

প্রস্তাবের কোথাও একবারও ‘তালেবান’ শব্দটি উল্লেখ না করে আফগানিস্তানে আনুষ্ঠানিক মিশন পরিচালনার পক্ষে একমত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর আরব নিউজের।

বৃহস্পতিবার (১৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব ১৪-১ ভোটে পাশ হয়েছে। শুধুমাত্র রাশিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নরওয়ের প্রতিনিধি মোনা জুল সর্বপ্রথম নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, আফগানিস্তানে বিদ্যমান অর্থনৈতিক সঙ্কট ও অন্যান্য মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ত্রাণ ও আর্থিক সহায়তা পাঠানোর পাশাপাশি দেশটির রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে কাজ করতে চায় জাতিসংঘ। জাতিসংঘ মনে করে, আফগানিস্তানের নারী, শিশু ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বিশেষভাবে মনযোগ দেয়া প্রয়োজন।

জাতিসংঘে নরওয়ের প্রতিনিধি মোনা জুল বলেন, এটি একটি নতুন প্রস্তাব এবং প্রস্তাবে মূলত আফগানিস্তানে জাতিসংঘের মিশন পরিচালনার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। গত বছর আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তনের পর থেকে সার্বিকভাবে যে বিপর্যয় শুরু হয়েছে, তা থেকে সাধারণ আফগানদের উদ্ধার ও আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা আনাই জাতিসংঘের লক্ষ্য।

উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবানকে স্বীকৃতি দেয়নি। উপরন্তু, হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া অধিকাংশ দেশই আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ রেখেছে। এদিকে, তালেবানগোষ্ঠী ক্ষমতা দখলের পর থেকে বিদেশি সহায়তানির্ভর আফগানিস্তানে তীব্র হয়ে উঠেছে অর্থনৈতিক সঙ্কট। মানবিক বিবেচনায় গত কয়েক মাসে আফগানিস্তানে কয়েক দফায় অর্থ, খাদ্য ও ওষুধ পাঠিয়েছে জাতিসংঘ। তবে সেগুলো পাঠানো হয়েছিল ইউনিসেফের আফগানিস্তান শাখার ঠিকানায়। নতুন পদক্ষেপ অনুযায়ী এসব সহায়তা সরাসরি তালেবান সরকারের উদ্দেশেই পাঠানো যাবে।

/এসএইচ

Exit mobile version