Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাঘিনীরা

ছবি: সংগৃহীত।

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশের নারীরা। ৮৭ রান তুলতেই ক্যারিবীয়রা হারিয়েছে ৭ উইকেট।

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই বে ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজেকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন নিগার সুলতানা। প্রথম উইকেটে ২৯ রান তুলে ফেলে ক্যারিবিয়ানরা ভালো শুরুর ইঙ্গিত দিলেও জাহানার আলমের বলে ভাঙে সেই স্বপ্ন। ১৭ রান করে ফিরে যান দিয়েন্দ্রা দোতিন। ৪০ রানে আরেক ওপেনার হ্যালি ম্যাথিউসের উইকেট হারায় দলটি।

এরপর একে একে চলে যান স্টেফানি টেইলর, রাশাদা উইলিয়ামস, চিডিয়ান নেশান, আলিয়াহ অ্যালেইন ও চিনেল হেনরি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ বলে ২১ রান নিয়ে উইকেটে আছেন উইকেটকিপার শেমাইন ক্যাম্পবেল ও ১৭ বলে ১০ রান নিয়ে অপরাজিত আছেন অ্যাফি ফ্লেচার।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে উজ্জ্বল সালমা খাতুন ও নাহিদা আকতার। রান দেয়ার কৃপণতা দেখিয়ে দুজনেই শিকার করেন দুইটি করে উইকেট। একটি করে উইকেট ঝুলিতে পুরেন জাহানারা আলম ও রুমানা আহমেদ।

জেডআই/

Exit mobile version