Site icon Jamuna Television

ইউক্রেনে সংঘাতে এ পর্যন্ত ৭২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে: জাতিসংঘ

ছবি: সংগৃহীত।

ইউক্রেন ভূখণ্ডে চলমান রুশ অভিযানে প্রাণ হারিয়েছেন ৭২৬ বেসামরিক নাগরিক। এ তালিকার ৫২ জনই শিশু। বৃহস্পতিবার (১৭ মার্চ) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ তথ্য প্রকাশ করে জাতিসংঘ। খবর আল জাজিরার।

সংস্থাটির রাজনীতি বিষয়ক প্রধান রোজমেরি ডি কার্লোর মতে, প্রকৃত সংখ্যা এর তুলনায় বহুগুণ বেশি। কারণ, সংঘাতপূর্ণ এলাকাগুলোর তথ্যই সংগ্রহ করা যাচ্ছে না। এছাড়া, অবরূদ্ধ মারিওপোলে গণকবর দেয়া হয়েছে বাসিন্দাদের। সেখানে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে তা গণনা করা সম্ভব হয়নি। জাতিসংঘ বলছে, এটি ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের হিসাব।

জাতিসংঘের হিসেব অনুসারে, যুদ্ধে আহত ১১শ ৭৪ জন। সে তালিকায় শিশুর সংখ্যা ৬৩ জন।
ইউক্রেনে রাশিয়ার এই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করা হয় জাতিসংঘের বৈঠকে। একইসাথে হত্যাযজ্ঞের সাথে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার জোরালো দাবি ওঠে।

জেডআই/

Exit mobile version