Site icon Jamuna Television

প্রেমিকের সাথে মিলে স্ত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উভকামী স্বামীর বিরুদ্ধে

অভিযুক্ত স্বামী ও তার কথিত প্রেমিক। ছবি: সংগৃহীত।

উভকামী স্বামীর হাতে নির্যাতনের শিকার স্ত্রী। প্রেমিককে ভাই পরিচয়ে বাড়িতে উঠিয়ে দু’জন মিলেই নির্যাতন করতেন নববধূকে। সম্প্রতি এমনই অভিযোগ পাওয়া গেছে ভারতের পশ্চিমবঙ্গে। অভিযুক্ত স্বামী ধনঞ্জয় পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এরই মধ্যে আটক করা হয়েছে তাকে। তবে এই যুবকের অভিযোগ, তার স্ত্রীই মানসিক রোগী। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, গত ৮ মাস আগে ধনঞ্জয় দাসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় অভিযোগকারী নারীর। তার অভিযোগ, বিয়ের পর থেকে স্বামীর প্রেমিক ও স্বামী এক সঙ্গে ওই গৃহবধূকে যৌন নির্যাতন করত। পাশবিক অত্যাচার থেকে বাঁচতে ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে আসেন। এরপরই বৃহস্পতিবার (১৭ মার্চ) থানায় অভিযুক্ত স্বামী ও তার প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এরই মধ্যে অভিযুক্ত ধনঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ, বধূ নির্যাতনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এই ব্যক্তির পাল্টা অভিযোগ, স্ত্রী মানসিক রোগে আক্রান্ত। তিনি টাকা-পয়সার ভাগ চাইতেন। না দেয়ায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

এসজেড/

Exit mobile version