Site icon Jamuna Television

বাণিজ্যে সুবিধা: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে রাশিয়ার পক্ষে-বিপক্ষে ভোট

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারানোর পথে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ মার্চ) রুশ বয়কটের প্রস্তাবে ভোট দেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ছিলেন ৪২৪ আইনপ্রণেতা। মাত্র চারজন এমপি দেন বিপক্ষে ভোট। এর ফলে, স্থায়ীভাবে পিএনটিআর মর্যাদা হারাবে রাশিয়া। দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ধারাবাহিকতায় নেয়া হলো এ উদ্যোগ।

সিনেটের অনুমোদনের পরই চূড়ান্ত ছাড়পত্র পেতে প্রয়োজন প্রেসিডেন্টের সই। এর ফলে, যুক্তরাষ্ট্র-ইইউ এবং জি-সেভেনভুক্ত দেশগুলো থেকে ‘সবচেয়ে সুবিধাভোগী দেশ’ হিসেবে যেসব বাণিজ্যিক সুযোগ পেতো রাশিয়া, সেগুলো প্রত্যাহার করা হবে। তাছাড়া, রুশ এবং বেলারুশের পণ্যের ওপর আরোপিত হবে বাড়তি শুল্ক।

বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুসারে, এই মর্যাদাসম্পন্ন কোনো দেশকে আন্তর্জাতিক বাজারে কোনো নীতিগত বৈষম্যের সম্মুখীন করা যায় না।

আরও পড়ুন: এরদোগানকে পুতিনের ফোন, যে আলোচনা হলো

কংগ্রেস হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, রাশিয়ার বর্বর আগ্রাসনের কারণে আজ ইউক্রেনের ৩১ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোয় আশ্রিত। জাতিসংঘের ভাষ্য অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি এবং দ্রুতগতিতে বাড়ছে শরণার্থীর ঢল। পুতিন সরকারের নির্যাতন বন্ধেই নেয়া হলো আরেকটি শক্ত পদক্ষেপ।

জেডআই/

Exit mobile version