
বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া বাঘ
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের একটি মুরগির খামারে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে একটি চিতা বাঘ মারা গেছে।
শুক্রবার (১৮ মার্চ) ভোরে খামার মালিক অলিয়ার রহমান খামারে গিয়ে চিতা বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দিলে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দোলাপাড়ার অলিয়ার রহমান একজন মুরগী ব্যবসায়ী। প্রায়ই কোনো অজ্ঞাতনামা প্রাণী খামারের মুরগি খেয়ে যায় বলে অতিষ্ট হয়ে খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন তিনি। সেই ফাঁদে আটকা পড়ে শুক্রবার ভোর রাতে চিতা বাঘটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
/এসএইচ



Leave a reply