Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল ঘোষণা

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। ঘোষিত এই দলে রাখা হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ ডাক পাওয়া ক্রিকেটারদের।

দক্ষিণ আফ্রিকা বোর্ডের ঘোষিত দলে কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির মতো খেলোয়াড়রা আইপিএলের কারণে নেই। তবে ডাক পেয়েছেন পেসার ড্যারিন ডুপাভিলন, উইকেটরক্ষক ব্যাটার রিয়ান রিকেলটন, পেসার লিজাড উইলিয়ামস ও ব্যাটার খায়া জন্দোর।

আজ থেকে শুরু দুই দলের ওয়ানডের লড়াই। আগামী ৩১ মার্চ শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর সিরিজের দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানে। আর দ্বিতীয় ম্যাচটির ভেন্যু পোর্ট এলিজাবেথ।

দুই দলের টেস্ট স্কোয়াড

বাংলাদেশ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকা
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কেশব মহারাজ, উইয়ান মাল্ডার, ড্যারিন ডুপাভিলন, সারেল আরউই, সিমন হার্মার, ডুয়াইন অলিভিয়ের, কিগান পিটারসেন, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন্নে, লিজাড উইলিয়ামস, খায়া জন্দো, লুথো সিপামলা ও গ্লেনটন স্টারম্যান।

জেডআই/

Exit mobile version