Site icon Jamuna Television

ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে রুশ হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ১৮ মার্চ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তা জানানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে আখ্যা দেন। বাইডেনের এ আখ্যার সঙ্গে একমত বলে জানান অ্যান্টনি ব্লিনকেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) ব্লিনকেন জানান, এই অপরাধ প্রমাণে মার্কিন বিশেষজ্ঞরা প্রমাণাদি যোগাড়ের কাজ করছেন।

অবশ্য পুতিনকে নিয়ে বাইডেনের এমন মন্তব্যের পরপরই মস্কো থেকে তীব্র প্রতিবাদ আসে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাত দিয়ে বিবিসি জানায়, প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমরা মনে করি একজন রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। তাদের বোমায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু বানানো যুদ্ধাপরাধ। এসব হামলা বেসামরিকদের ওপর হামলার দীর্ঘ তালিকার মাত্র একটি অংশ বলেও দাবি করেন তিনি।

/এমএন

Exit mobile version