Site icon Jamuna Television

‘মাদক বিক্রিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা’

মাদক বিক্রিতে কোনভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। বলেছেন, মাদকের সাথে যুক্ত কাউকেই ছাড় দেয়া হবে না।

সকালে রাজধানীর সবুজবাগে ডিএমপির মতিঝিল বিভাগ পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশ একথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, মাদকের সাথে সব পেশার মানুষ যুক্ত হয়ে পড়েছে। তবে পুলিশের কোন সদস্য এতে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। ঢাকায় জঙ্গি সন্ত্রাসবাদ আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণ আছে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

Exit mobile version