Site icon Jamuna Television

কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়

ফাইল ছবি।

টানা তিনদিনের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে পর্যটকেরা আসতে শুরু করেন কক্সবাজারে।

শুক্রবার সকালে সুগন্ধা-লাবনী-কলাতলীসহ সুমদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে ভ্রমণপিপাসুদের উপচেপড়া ভিড় দেখা গেছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন তারা।

পর্যটকদের ভিড় বেড়ে যাওয়ায় জমজমাট পর্যটন কেন্দ্রিক ব্যবসা। প্রতিটি হোটেল-মোটেলেই বুকিং ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সৈকতঘেষা দোকানপাটেও বেড়েছে বেচাকেনা। পর্যটকদের নিরাপত্তায় সৈকতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া, তিন পার্বত্য জেলাতেও ভিড় বেড়েছে ভ্রমণপিপাসুদের।

/এমএন

Exit mobile version