Site icon Jamuna Television

গোসলে নেমে পদ্মায় ডুবে দুই বন্ধুর মৃত্যু

ফাইল ছবি।

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিরব ও শাহীল নামের দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা নগরীর লোকনাথ ও শিক্ষা বোর্ড মডেল স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে এগারোটায় পদ্মা নদীতে নামে নিরব, শাহিল ও তার বন্ধুরা। এর একপর্যায়ে ৪ জন গভীরে গেলে তলিয়ে যান। পরে দুজন কোনোরকমে সাঁতার দিয়ে তীরে উঠে আসলেও নিরব ও শাহিল নিখোঁজ হন।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা উভয়কেই মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে দ্বায়িত্বরত চিকিৎসক। এ ঘটনায় শোকের ছায়া নেমেছে নিহতদের পরিবার ও এলাকায়।

এসজেড/

Exit mobile version