Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য পাবে ১ লক্ষ ১৫ হাজার পরিবার

ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে প্রায় ১ লক্ষ ১৫ হাজার নিন্ম আয়ের কার্ডধারী পরিবারকে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে।

শুক্রবার (১৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

জেলা প্রশাসক জানান, ২০ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে জেলার ৫টি উপজেলায় ১৩টি ডিলারের মাধ্যমে ২১ মার্চ পর্যন্ত মোট সাড়ে ৩২ হাজার পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে। পর্যায়ক্রমে বাকিদেরকেও দেয়া হবে বলে জানান তিনি।

এসময় টিসিবির চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল লিটার প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা করে বিক্রি করা হবে জানানো হয়। নির্ধারিত সময়ের মর্ধে কার্ডধারীরা না আসলে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিয়ে আসা হবে বলেও জানান জেলা প্রশাসক।

/এসএইচ

Exit mobile version