Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখাসহ ৯ দফা দাবিতে গণসমাবেশ

চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি। সকালে রাজধানীর প্রেসক্লাবে গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এ সময় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রশাসন গড়তে কোটার বিকল্প নেই জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানের দিকে তাকিয়ে হলেও এই কোটা বহাল রাখার কোন বিকল্প নেই। গণসমাবেশে ৩০ শতাংশ কোটা বহাল রেখে তা বাস্তবায়নে কমিশন গঠন, প্রিলিমিনারি থেকেই কোটা কার্যকর, ১৯৭২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সকল নিয়োগে কোটার শূন্যপদের তালিকা প্রকাশ করে এবছর বিশেষ নিয়োগসহ ৯ দফা দাবি উত্থাপন করা হয়।

Exit mobile version