Site icon Jamuna Television

‘দুর্যোগকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষানীতি করছে সরকার’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

দুর্যোগকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে সরকার নতুন শিক্ষানীতি করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শুধু করোনা পরিস্থিতি কিংবা অন্য যেকোনো প্রকার অতিমারি নয়, সাধারণ সময়েও যাতে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে নেয়া যায় সেজন্য সারাদেশে ব্লেন্ডেড এডুকেশন ন্যাশনাল পলিসি চালু করা হচ্ছে।

এ নীতিমালার বিষয়ে দীপু মনি জানান, যা এই মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর হাতে নীতিমালাটি তুলে দেয়া হবে। এ বিষয়ে একটি টাস্কফোর্স কাজ করছে।

শিক্ষামন্ত্রী এ সময় বলেন, আমরা য‌দি স্বাস্থ্যবিধি মে‌নে চ‌লি, দেশে ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়বে এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান অব্যাহতভাবে চালু থাকবে। আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে ক্লাস করতে পারবে।

/এসএইচ/এমএন

Exit mobile version