Site icon Jamuna Television

৩য় বারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন জয়া আহসান

ফিল্ম ফেয়ারের মঞ্চে পুরস্কার হাতে জয়া আহসান

সেরা অভিনেত্রী হিসেবে ৩য় বারের মতো ভারতের অন্যতম সম্মানজনক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (বাংলা) জিতলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে কলকাতায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার জমকালো আসরে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়। বিনিসুতোয় ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এ পুরস্কার লাভ করেন জয়া। এ বছর ‘বিনিসুতোয়’ অভিনয়ের সুবাদে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রী মনোনয়নের দৌড়ে জয়াকে টলিউডের স্বনামধন্যা অভিনেত্রী অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী ও রুক্মনি মিত্রের সাথে লড়তে হলেও শেষ হাসিটা হেসেছেন জয়াই।

এর আগে, ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পান জয়া। পরের বছর ২০১৯ সালে ‘বিজয়া’ও ‘রবিবার’-এর জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি।

ফিল্মফেয়ার বাংলায় এবারের আসরে জয়া আহসান ছাড়াও মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও তরুণ গায়ক মাহতিম সাকিব মনোনয়ন পেয়েছিলেন। মনোনয়ন পেলেও জয়া ছাড়া বাকিরা কেউ পুরস্কার পাননি।

/এসএইচ

Exit mobile version