Site icon Jamuna Television

‘দুঃশাসন বেড়ে যাওয়ায় গরীব আরও গরীব, ধনী আরও ধনী হচ্ছে’

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দুঃশাসন বেড়ে যাওয়ায় গরীব আরও গরীব, ধনী আরও ধনী হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক সংহতির সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী এ সময় বলেন, কুইক রেন্টাল বিদ্যুতের ৫ ভাগের এক ভাগ টাকা শ্রমিকদের দিলে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে। দুর্নীতি প্রতিরোধে সর্বদলীয় কমিটি করার আহ্বান জানান তিনি।

আইন করে বৈধতা দেয়ার চেষ্টা না করে সরকারকে পদত্যাগ করার আহ্বানও জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

/এমএন

Exit mobile version