Site icon Jamuna Television

রঙের ছটায় দোল পূর্ণিমা উদযাপন

বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীরা শুক্রবার (১৮ মার্চ) পালন করছেন আবির উৎসব। উৎসবে পরস্পরকে আবির মাখিয়ে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। সবাই যেন ভেসে গেছেন আবিরের রং মাখানো খেলা আর হাসি-আনন্দে। সবার প্রত্যাশা জরা গ্লানি আর দুঃখ ভুলে মানুষের জীবনে লাগুক রঙের ছটা।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকেই চলে আয়োজন। দোল পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচারে মুখরিত হয় মন্দির প্রাঙ্গন। দোল পূর্ণিমার এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন, এমনই বিশ্বাস সনাতন ধর্মালম্বীদের।

মন্দির প্রাঙ্গণে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের গালে আবির মাখিয়ে দোল উৎসবের আবহে মেতেছেন। লাল, নীল, সবুজ, হলুদ, কতো রঙেই না সাজলেন সবাই। জীবন নিয়ে শত অভিযোগ যেন এক নিমিষেই বিলিন হয়ে যায় তখন, এক চিলতে হাসিতে।

উৎসবে মেতে ওঠা একাধিক তরুণ-তরুণী জানিয়েছেন, দোল উৎসবে অংশ নিতে পারে তারা বেশ খুশি। দূর হয়ে যাক করোনা, আনন্দে উচ্ছ্বল হোক মানব জীবন। দোলযাত্রার তাৎপর্য যেন ছড়িয়ে পড়ে এটি চাওয়া তাদের।

করোনা মহামারির কারণে গত দুই বছর আয়োজন করা যায়নি এ উৎসব। এবারের সুযোগটা অনেকেই হাত ছাড়া করতে চায়নি। তাই এদিন সূর্যের উত্তাপ বাধা হতে পারেনি তাদের কাছে। কড়া রোদেই চলে আবির খেলা।

/এমএন

Exit mobile version