Site icon Jamuna Television

কম দামে পণ্য কেনার সুযোগ পাচ্ছে ৮৭ লাখ পরিবার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কম দামে পণ্য দিতে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। সারাদেশ ৮৭ লাখ পরিবার এই কার্ডের সুবিধা পাবে। ঢাকা ও বরিশাল সিটি করপোরেশন এই সুবিধার বাইরে থাকবে। রোববার থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম।

শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আপাতত নিম্ন আয়ের মানুষেরা কম দামে টিসিবির পণ্য তেল, মসুর ডাল, ছোলা কিনতে পারবেন। পণ্যের তালিকায় নেই পেয়াজ। হতদরিদ্র মানুষদের জন্য এখন কোনো পরিকল্পনা নেই। ট্রাকে করেই টিসিবির পণ্য বিক্রি হবে সারাদেশের নির্দিষ্ট স্থানগুলোতে। কার্ডধারীদের আগেই তা জানিয়ে দেয়া হবে।

এই কার্যক্রমের তদারকি করবেন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। বাস্তবায়নে জনপ্রতিনিধির সঙ্গে জেলা প্রশাসনও সম্পৃক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, পিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ।

/এমএন

Exit mobile version