Site icon Jamuna Television

সেঞ্চুরিয়ানে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক প্রোটিয়া অধিনায়ক টেমবা বাভুমা। ম্যাচের ১১শ ওভার পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৬ রান, কোনো উইকেট না হারিয়ে। এখন ব্যাটিং করছেন দুই উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল ও লিটন দাস।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব মিলিয়ে ২১টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। যার মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে। বাকি ১৭টি ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি ওয়ানডে খেললেও একবারও জয়ের দেখা পায়নি টাইগাররা। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটি টাইগারদের জন্য জয়ের অপেক্ষার অবসান ঘটানোর ম্যাচ। 

উল্লেখ্য, দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল টাইগাররা।

প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কাইল ভেরেন, জানেমান মালান, তেম্বা ভাবুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকায়ো, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিডি।  

Exit mobile version