Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ টিকা কর্মসূচি, কাদের দেয়া হবে এত টিকা?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ টিকা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক একথা জানান। যারা এখনও কোনো টিকা নেয়নি, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং যারা দুইটি ডোজই নিয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে তারাও থাকবে এ টিকার আওতাভুক্ত।

শুক্রবার (১৮ মার্চ) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে অন্তত তিন কোটি ২৫ লাখ ডোজ করোনার টিকা দেয়া হবে। প্রথম, দ্বিতীয় ও বুস্টার, তিন ডোজের টিকাই এ কর্মসূচির আওতায় থাকবে। অর্থাৎ যারা এখনও কোনেসা টিকা

দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির আজ প্রথম দিন হওয়ায় টিকাকেন্দ্রে তেমন ভিড় নেই। ফলে ভোগান্তি ছাড়া টিকা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ।

এ কর্মসূচি নিয়ে জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে প্রতিনিয়তই একটা মাইলফলক হয়। কিছুদিন আগে একদিনে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। আমরা একটি প্রোগ্রাম করছি। এ কার্যক্রমটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী শুরু হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কর্মসূচি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

/এডব্লিউ

Exit mobile version