Site icon Jamuna Television

শুভ জন্মদিন রানি দ্বিতীয় এলিজাবেথ

৯৩ বছরে পা দিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বাকিংহাম প্যালেস জানায়, অনাড়ম্বর ভাবেই দিনটি পালন করা হবে।

১৯২৬ সালের ২১ এপ্রিল জন্ম নেন দ্বিতীয় এলিজাবেথ। তার বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর, ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে আরোহন করেন তিনি। দীর্ঘ ৬৬ বছর ধরে ক্ষমতায় থাকা রানী ব্রিটিশ জনগণের কাছে রাজ পরিবারের প্রতীকে পরিনত হয়েছেন। সুদীর্ঘ শাসনকালে, রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত না হলেও, দেখেছেন বিশ্ব রাজনীতির নানা পালাবদল। আলঙ্করিক হলেও, ব্রিটেনের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৬টি দেশের রাষ্ট্রপ্রধান ৯৩ বছর বয়সী রানি। রানির জন্মদিন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version