Site icon Jamuna Television

‘কাশ্মির ফাইলস’ দেখে অনুপম খেরকে ‘জোকারে’র সঙ্গে তুলনা কঙ্গনার!

ছবি: সংগৃহীত

‘দ্য কাশ্মির ফাইলস’ ছবি নিয়ে গোটা ভারতে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে যেমন এই ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি ও বলিউডের একাংশ, তেমনি এই ছবি নিয়ে নেতিবাচক সমালোচনায় মত্ত বিরোধী দলরাও। অনেকের মতে এই ছবি একেবারেই প্রোপাগান্ডা। তবে সব নেতিবাচক সমালোচনাকে পিছনে ফেলে বক্স অফিসে কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মির ফাইলস’। আর ঠিক এই সময়ই কঙ্গনা রানাউত ফের মাঠে নেমে পড়লেন ‘কাশ্মির ফাইলসে’র প্রশংসায়। তবে এবার ছবির প্রশংসার সঙ্গে টেনে নিয়ে এলেন অভিনেতা অনুপম খেরকে!

ব্যাপারটা একটু পরিষ্কার করে বলা যাক। ‘দ্য কাশ্মির ফাইলস’ ছবি মুক্তির পর থেকেই এই ছবির প্রশংসা করে নানা সময়ে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় নানারকম পোস্ট দিচ্ছেন। কখনও ছবির প্রশংসা করে নাম না করে করণ জোহর, বনশালির মতো পরিচালকদের একহাত নিচ্ছেন। আর এবার অনুপম খেরের অভিনয়ের প্রশংসা করে কঙ্গনা তার ইনস্টাগ্রাম লিখলেন, ‘নতুন ব্লক বাস্টার হিরো এসেছে। ইনি আবার অভিনয়ও করতে পারেন!’ সঙ্গে কঙ্গনা শেয়ার করলেন হলিউড অভিনেতা হিথ লেচারের কালজয়ী চরিত্র ‘জোকারে’র ছবি ও অনুপমের কোলাজ! অনেকে মনে করছেন, অনুপম খেরের অভিনয়ের প্রসঙ্গ তুলে কঙ্গনা আসলে বলিউডের এ লিস্ট তারকাদেরই এক হাত নিয়েছেন’।

‘কাশ্মির ফাইলস’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ইতোমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি দেখে সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদিসহ একাধিক বিজেপি নেতা-মন্ত্রীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ছবিটির কর মওকুপ করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের বিজেপি সরকার ঘোষণা করেছে, সে রাজ্যের পুলিশ কর্মীরা ‘কাশ্মির ফাইলস’ ছবিটি দেখতে চাইলেই সরকার বিশেষ ছুটি মঞ্জুর করবে।

আরও পড়ুন: জানা প্রশ্নের উত্তর বলেনি ‘বন্ধু’, পরীক্ষা শেষে বেধড়ক মারধর

ইউএইচ/

Exit mobile version