Site icon Jamuna Television

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী পোশাক কর্মীর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা (৪৫) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে নগরীর কোনাবাড়ী থানাধীন বাঘিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী শ্রমিক বাঘিয়া এলাকার লিয়াকত সরকারের স্ত্রী। তিনি কোনাবাড়ীর একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহত ওই নারী দুপুরে বাড়ি মেরামতের কাজ করছিলেন। ওই সময় একটি টিন সরিয়ে বিদ্যুতের তারের ওপরে রাখায় তার লিক হয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: তাড়াশে বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর পোস্টার সাঁটানোয় মামলা, মাদরাসা শিক্ষক গ্রেফতার
ইউএইচ/

Exit mobile version