Site icon Jamuna Television

কাশিমপুর মহিলা কারাগারে বন্দি নাইজেরীয় তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি নাইজেরীয় এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হাজতির নাম ছিদিম্মা এবেলফ (২৬)। তিনি ঢাকার রূপগঞ্জ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

তিনি বলেন, রাজধানীর দক্ষিণখান থানার প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন নাইজেরীয় নাগরিক ছিদিম্মা এবেলফ (হাজতি নং-১৫৮/২২)। বেশ কিছুদিন যাবত বমিসহ ডায়াবেটিস কিটোসিডোসিস রোগে আক্রান্ত হওয়ায় কারা হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক ও সিভিল সার্জনের নির্দেশে তাকে গত বুধবার (১৬ মার্চ) শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: নবজাতকের আকিকায় টাকা চাওয়ায় তৃতীয় লিঙ্গের একজনের শরীরে আগুন
ইউএইচ/

Exit mobile version