Site icon Jamuna Television

কঙ্গোতে সেনাদের গুলিতে বুরুন্ডির ৩৭ শরণার্থী নিহত

কঙ্গোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে অন্তত ৩৭ জন বুরুন্ডিয়ান শরণার্থী। কঙ্গোতে আশ্রয় নেয়া বুরুন্ডির চারজনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভরতদের ওপর গুলি চালায় পুলিশ।

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন- মোনাস্কো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনায় আহত হয়েছে আরও ১১৭ জন মানুষ। সরকারি সূত্রের দাবি, বিক্ষোভকারীরা একটি কারাগারের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করায়, তাদের ওপর গুলি চালানো হয়। দেশে ফেরত পাঠানোর আগে বুরুন্ডিয়ান শরণার্থীদের ওই কারাগারে রাখা হয়েছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বুরুন্ডি। ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

২০১৫ সালে বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুঞ্জিয়া তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের ঘোষণা দিলে, ব্যাপক সহিংসতার মুখে দেশ ছেড়ে পালায় চার লাখ মানুষ। এদের মধ্যে প্রায় ৪০ হাজার মানুষ বর্তমানে প্রতিবেশি দেশ কঙ্গোতে আছেন।

Exit mobile version