Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে আগুনে পুড়ে ছাই ২০টি বসতঘর

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের ওমদামিয়া হিল খানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ২০টির মতো বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার পর একটি রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত এলাকায় অনেক চিপা গলি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বেগ পেতে হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ইউএইচ/

Exit mobile version