Site icon Jamuna Television

রাশিয়াকে অস্ত্র দেবেন না, ভিডিও কলে শিকে বাইডেন

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভিডিও কলে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় বাইডেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা না দেয়ার আহ্বান জানান।

এদিকে চীনা প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, বিশ্বব্যাপী শান্তি এবং স্থীতিশীলতা প্রতিষ্ঠায় চীন এবং যুক্তরাষ্ট্রকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে একথা জানায়।

ইউক্রেনে অভিযান চালানতে রাশিয়াকে সরাসরি সহায়তা করছে চীন, এমন অভিযোগ তুলে তাদের আর সাহায্য না করতে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে যুদ্ধ বন্ধে বিশেষ কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

/এডব্লিউ

Exit mobile version