Site icon Jamuna Television

বাভুমাকে ফেরালেন শরিফুল

৮৮ রানের জুটি অবশেষে ভাঙলো শরিফুলের আঘাতে। দ্বিতীয় স্পেলে ফিরে এসেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন বাঁহাতি এই পেসার। তার বলেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছেন। ৫৫ বলে ৩১ রান করে বিদায় নিলেন টেম্বা বাভুমা।

রাসি ফন ডার ডুসেনের সঙ্গ দিতে মাঠে নেমেছেন ডেভিড মিলার।

এর আগেও বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তিনি ওপেনার জানেমান মালানকে মাত্র ৪ রানে আউট করে দেন। ওই সময়ে দক্ষিণ আফ্রিকার দলীয় রান ছিল ১৮।

প্রোটিয়া শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন তাসকিন দলীয় ৩৬ রানের মাথায়। এ সময় তিনি ওপেনার কাইল ভেরেন্নেকে এলবিডব্লিউ আউট করেন। এরপর এই ৩৬ রানের সময়ই এইডেন মাক্রামকে ক্যাচ আউট করেন। মাক্রামের ক্যাচটি দুর্দান্তভাবে তালুবন্দি করেন মেহেদি হাসান মিরাজ।

/এডব্লিউ

Exit mobile version