Site icon Jamuna Television

গেম চেঞ্জার তাসকিন আহমেদ

প্রথমে জোড়া আঘাত করেছিলেন, কাইলে ভেরেইনা ও এইডেন মার্করামকে ফিরিয়ে। নিজের শেষ ওভারে এসে এরপর নিলেন ফন ডার ডুসেনের গুরুত্বপূর্ণ উইকেট। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৬ রানে ৩ উইকেট নিয়ে বোলিং শেষ করলেন এ ফাস্ট বোলার।

সেঞ্চুরিয়নের উচ্চতায় বড় একটা চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে পেসারদের। সেটি সামলেই দুর্দান্ত ছিলেন আজ তাসকিন।

তাসকিন ফিরলেন নিজের শেষ ওভার করতে। প্রথম বলেই ফন ডার ডুসেন চড়াও হলেন তার ওপর। আর এর ফলেই ক্যাচ উঠে গেলো। আর সেটা লুফেটও নিলেন ইয়াসির রাব্বী।

ফুললেংথ থেকে স্লগ করেছিলেন, মিডউইকেটে ছোট বাউন্ডারি লক্ষ্য করে। তবে অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচটি নিয়েছেন ইয়াসির। আউট হওয়া পর্যন্ত তার সংগ্রহ ছিল ৯৮ বলে ৮৬ রান।

/এডব্লিউ

Exit mobile version