Site icon Jamuna Television

রুশ হামলায় প্রকম্পিত মারিওপোল

ছবি: সংগৃহীত

মুহুর্মুহ রুশ হামলায় প্রকম্পিত ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের কেন্দ্রস্থল। সেখানে ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে তুমুল গোলাগুলি চলছে রুশ বাহিনীর।

মারিওপোলের মেয়র জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে প্রবেশের পর থেকেই রুশ সেনারা ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। শহরটির ৮০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন বলেও জানান তিনি।

এদিকে রুশ হামলার শিকার মারিওপোলের থিয়েটার থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৩০ জনকে। এখনও ১৩শ মানুষ এর বেজমেন্টে আটকা পড়ে আছেন বলে জানা গেছে। অপর শহর মাইকোলিভের একটি সামরিক ক্যাম্পে রুশ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এছাড়াও রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। নতুন করে বিধ্বস্ত হয়েছে একাধিক স্কুল এবং বেসামরিক ভবন।

/এসএইচ

Exit mobile version