Site icon Jamuna Television

ইউক্রেনে ক্রেমলিনের সব লক্ষ্য অর্জন করা হবে: পুতিন

শুক্রবার (১৮ মার্চ) মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ভাষণ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। ছবি রযটার্স।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে ক্রেমলিনের সব লক্ষ্য অর্জন করা হবে। শুক্রবার (১৮ মার্চ) দেশটির মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। খবর রয়টার্সের।

পুতিন এদিন উপস্থিত মানুষের সামনে ভাষণ দেন। তিনি যখন কথা বলছিলেন, তখন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার ভাষণ প্রচারে বিঘ্ন হয়। যেটিকে অপ্রত্যাশিত এবং সার্ভারের প্রযুক্তিগত সমস্যা বলে জানিয়েছে ক্রেমলিন।

এ সময় পুতিন দাবি করেন, ইউক্রেনে রুশ সেনারা রাশিয়ার ঐক্যের প্রতিফলন দেখিয়েছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সাহায্য করছে, একে অপরকে সমর্থন করছে। যখন প্রয়োজন হচ্ছে, তখন তারা একে অপরকে ভাইয়ের মতো শরীর দিয়ে গুলি থেকে রক্ষা করছে। এমন একতা আমরা দীর্ঘদিন ধরে পাইনি।

পুতিন বলেছেন, আমরা জানি আমাদের কী করতে হবে, কীভাবে করতে হবে এবং কিসের বিনিময়ে করতে হবে। আমরা আমাদের সব পরিকল্পনা সম্পূর্ণভাব শেষ করব।

/এমএন

Exit mobile version