Site icon Jamuna Television

‘পুতিন মানুষের মুক্তির জন্য হুমকি’

কনজারভেটির পার্টির স্পিং কনফারেন্সে বক্তব্য দেন সাজিদ জাভিদ। ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী। তিনি মানুষের মুক্তির জন্য হুমকি। তাকে জবাবদিহি করতে হবে। কনজারভেটির পার্টির স্পিং কনফারেন্সে গতকাল শুক্রবার (১৮ মার্চ) তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

আমাদের সবাইকে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্যও করেন তিনি। বলেন, আসুন আমরা যেন কোনো ভুল না করি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীও ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন। অবশ্য, পুতিনকে এমন আখ্যা দেয়ার পর মস্কো ক্ষিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ওপর।

/এমএন

Exit mobile version