Site icon Jamuna Television

মসজিদে যাওয়ার পথে ছাত্রলীগ কর্মীকে গুলি

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে শ‌বে বরাতের নামাজ পড়‌তে মসজিদে যাওয়ার পথে শিহাব হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত পৌনে আটটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিহাব‌কে ময়মনসিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

আহতের পিতা নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে মসজিদে যাওয়ার পথে কয়েকজন যুবক তিন-চারটি মোটরসাইকেলযোগে এসে শিহাবকে গুলি ছুড়লে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে আরেকটি গুলি শিহাবের বাম বুকে বিদ্ধ হয়ে বুক ভেদ করে পেছনে আটকে যায়। পরে শিহাবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পূর্ব বিরোধের জেরেই হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশে গুলি করেছে ব‌লে অভি‌যোগ করেন তিনি। ত‌বে এ বিষ‌য়ে এখনও মামলা হয়‌নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ১
ইউএইচ/

Exit mobile version